গুগল এডসেন্স কি? কিভাবে ব্লগার ওয়েবসাইটে এটি যুক্ত করা করবেন?

 গুগল এডসেন্স

অনলাইন থেকে অর্থ ইনকাম করার অনেকগুলো মাধ্যম এর মধ্যে গুগল এডসেন্স একটি অন্যতম মাধ্যম। Google AdSense হল- গুগল থেকে অর্থ ইনকাম করার একটি সার্ভিস বা সেবা, যার মাধ্যমে অর্থ ইনকাম সহজ হয় এবং আপনি খুব সহজেই আপনার হাতে অর্থ নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার যদি একটি গুগল এডসেন্স একাউন্ট থাকে তাহলে সেটি দিয়েই অর্থ ইনকাম আপনার জন্য সহজ হবে। আর এর জন্য শর্ত হচ্ছে- আপনার একটি ওয়েব সাইট অথবা ইউটিউব চ্যানেল থাকতে হবে। আমরা প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমাদের সামনে যে সকল অ্যাড বা বিজ্ঞাপন গুলো চলে আসে, এগুলো মূলত গুগল এডসেন্স দ্বারা পরিচালিত হয়। আবার আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে সে ক্ষেত্রে সেখানে অ্যাড বা বিজ্ঞাপন পরিচালনার জন্য গুগল এডসেন্স এর প্রয়োজন হয়। ইউটিউব অথবা ওয়েবসাইট যাই হোক না কেন, আপনি যদি এই সকল মাধ্যম থেকে অর্থ ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার একটি গুগল এডসেন্স একাউন্ট থাকতে হবে। আজকের আলোচনায় আমরা কিভাবে একটি গুগল এডসেন্স একাউন্ট সঠিক নিয়মে খোলা যায় এবং কিভাবে একটি ব্লগ সাইটে এডসেন্স একাউন্ট কানেক্ট করতে হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে মনে রাখবেন, একটি গুগল এডসেন্স একাউন্ট তৈরি করতে আপনার নিজের এনআইডি কার্ড এর প্রয়োজন হবে। কারণ, আপনি যে নামে Google AdSense একাউন্ট খুলবেন, সেই নামেই ভেরিফিকেশন করার জন্য এনআইডি কার্ডের প্রয়োজন হবে। তো আর কথা নয়, চলুন যাই কিভাবে একটি গুগল এডসেন্স একাউন্ট সঠিক নিয়মে খোলা যায়।

গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য আমরা তিনটি পদক্ষেপ অনুসরণ করব। চলুন প্রথম পদক্ষেপে-

প্রথম পদক্ষেপ-


Google AdSense কি? কিভাবে ব্লগার ওয়েবসাইটে এটি যুক্ত করা যায়

প্রথমে আপনি আপনার ব্রাউজারে গিয়ে Google AdSense লিখে সার্চ দিন। আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে সেখানে AdSense.google.com>start লেখাযুক্ত লিংকটি হলো গুগল এডসেন্স এর অফিসিয়াল পেজ লিংক। এই লিংকে ক্লিক করুন। আপনার সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটটির উপরের দিকে ডানকোনে "শুরু করুন' বা Start বাটনে ক্লিক করুন। আপনার সামনে একটি জিমেইল একাউন্ট চাওয়া হবে, আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল এডসেন্স একাউন্ট তৈরি প্রক্রিয়া শুরু করতে পারবেন। মনে রাখবেন, এইখানে আপনি যে জিমেইল/ইমেইল ব্যবহার করবেন সেটি দিয়েই আপনাকে ভেরিফিকেশন করতে হবে। 


দ্বিতীয় পদক্ষেপ 

এরপর আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে, সেখানে আপনার ওয়েবসাইট এর নাম, এরপর   Get more out of AdSense অপশনে আপনি AdSense থেকে কোন সহযোগিতা চান কিনা, সেই বিষয়ে চেক মার্ক দিন এবং Your payment country/territory অপশনে কান্ট্রি নির্বাচন করুন, "টার্মস এন্ড কন্ডিশন' অপশনে চেক মার্ক দিয়ে Start using AdSense বাটনে ক্লিক করুন।

 তৃতীয় পদক্ষেপ

এই পর্যায়ে আমরা তিনটি বক্স দেখতে পাবো, যাতে লেখা থাকবে  ১। Tell us about you  ২।  See how ads look on your site  এবং ৩। Connect your site to AdSense। প্রতিটি বক্সের কাজ এখানে আমাদের করতে হবে,-যা আবারো তিনটি ধাপের মাধ্যমে সম্পন্ন করব। 


প্রথম ধাপ/বক্স এর কাজ (Tell us about you)

এই অপশনে আপনাকে প্রথমে আপনার সম্বন্ধে কিছু তথ্য দিতে হবে, যা দিয়ে গুগল আপনার গুগল এডসেন্স একাউন্টটি ভেরিফিকেশন করবে। এই কারণে আপনার ভোটার এনআইডি কার্ডে যে তথ্যটি আছে, সেই তথ্য সঠিকভাবে আপনাকে  পূরণ করতে হবে। মনে রাখবেন, গুগল এডসেন্স একাউন্ট ভেরিফিকেশন করতে না পারলে আপনি গুগল এডসেন্স সার্ভিস থেকে বঞ্চিত হবেন। সুতরাং এই সেকশনটি সঠিকভাবে পূরণ করতে হবে। এটি পূরণ করতে প্রথমে আমাদের "Tell us about you' বক্স এ ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে যে ইন্টারফেস আসবে সেখানে- 

 Account type-এ আপনার অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। আপনার নিজস্ব ব্যবহারের জন্য গুগল এডসেন্স একাউন্ট প্রয়োজন হলে Individual এবং ব্যবসায়িক প্রয়োজনেএকাউন্ট হলে Business সিলেক্ট করতে হবে।

Name and address- এই সেকশনে আপনার নাম, ঠিকানা, পোস্টাল কোড, শহর ইত্যাদি তথ্য ভোটার এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। মনে রাখবেন, এখানে আপনি যে তথ্য সরবরাহ করবেন, সেই তথ্য অনুযায়ী গুগল আপনার কাছে ৬ ডিজিটের একটি পিন কোড চিঠির মাধ্যমে পাঠাবে গুগল এডসেন্স একাউন্ট ভেরিফিকেশন এর জন্য। কাজেই বুঝতে পারছেন, আপনার তথ্য সরবরাহ ভুল হলে আপনি কোনভাবেই গুগল এডসেন্স একাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন না। এই সেকশনটি যথাযথ পূরণ করার পর ডান দিকের নিচে থাকা Submit বাটনে ক্লিক করুন। এইখানে আপনার প্রথম বক্সের প্রথম ধাপ কাজ সম্পন্ন হল।


দ্বিতীয় ধাপ/বক্স এর কাজ( See how ads look on your site) 

দ্বিতীয় বক্সের Explore লেখাতে ক্লিক করুন। আপনার সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এবং আপনি সেখানে দেখতে পাবেন, আপনার ওয়েবসাইটে কোথায় কোথায় Google অ্যাডস এর বিজ্ঞাপন গুলো শো করবে। এই সেকশনে এর উপরে ডানদিকে Auto ads অপশনটি Off করা থাকলে তা On করে দিন এবং Apply to site বাটনে ক্লিক করে দিন।


Google AdSense কি কিভাবে ব্লগার ওয়েবসাইটে এটি যুক্ত করা যায়


তৃতীয় ধাপ/বক্স এর কাজ( Connect your site to AdSense)

তৃতীয় বক্সে Let's go বাটনে ক্লিক করুন, আপনার সামনে Request review বাটন পাবেন এবং তাতে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার সাথে সাথে Google আপনার এডসেন্স এপ্লিকেশনটি রিভিউ করবে। এরপর Google AdSense ড্যাশবোর্ড এর উপরে বামদিকে Sites লেখা আইকনে ক্লিক করুন। সেখানে আপনি দেখতে পাবেন, আপনার ওয়েবসাইটের নাম এবং ডানদিকে গেটিং রেডি লেখাটি। এর অর্থ হলো, আপনার সাইটটি এখন প্রস্তুত। এখানে Arrow আইকনে ক্লিক করে আপনার সাইট সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশন দেখতে পাবেন, সেখানে মূলত লেখা থাকবে ওয়েবসাইটে এড রান করার জন্য। কিছুদিন গুগল কর্তৃপক্ষ আপনার ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণের পর যদি মনে হয়, আপনার ওয়েবসাইটে Ads রান করানো সম্ভব, তাহলে তারা আপনার Google এডসেন্স একাউন্টটি এপ্রুভ করবে। আপনার এডসেন্স একাউন্টটি কাজ করছে কিনা, এটিকে পরীক্ষা করার জন্য এডসেন্স সাইটটি রিলোড দিন। আপনি দেখতে পাবেন, আপনার সাইটটি ঠিকঠাক কাজ করছে। এরপর Google এডসেন্স ড্যাশবোর্ড এর উপরে বামদিকের কোণে থাকা Ads আইকনে ক্লিক করুন। সেখানে দেখতে পাবেন Let's Google place ads for you লেখাটি এবং তার নিচে Get code নামে একটি অপশন। Get code অপশন এ ক্লিক করলে আপনার সামনে একটি বক্সে কোড ওপেন হবে, সে কোডটি আপনি কপি করে নিন এবং কোডটি আপনার ওয়েবসাইটের এইচটিএমএল(html) কোড এ কোডের <head> সেকশন এর নিচে পেস্ট করে দিন। এরপর উপরে ডানদিকে Save আইকনে ক্লিক করে Save করে বেরিয়ে আসুন। এরপর যেখান থেকে আপনি এইচটিএমএল কোডটি কপি করেছিলেন সেখানে ফিরে যান। সেখানে যে ইন্টারফেসটি থাকবে, সেখানে Done বাটনে ক্লিক করুন এবং আপনার Google এডসেন্স একাউন্ট এপ্লাই সমাপ্ত করুন।

গুগল অ্যাডসেন্স একাউন্ট এপ্রুভ পেতে আরো কিছু করণীয়

 আপনার ওয়েবসাইটের  গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রথম থেকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। এজন্য আপনি যে সমস্ত পোস্টগুলো আপনার ওয়েবসাইটে লিখবেন সেগুলো অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে ইউনিক হতে হবে এবং সর্বোপরি আপনার প্রতিটি পোস্টের শব্দ কমপক্ষে এক হাজার এর মধ্যে হতে হবে। আপনার ওয়েবসাইটে কমপক্ষে ১৫ টি পোস্ট হওয়ার পর আপনার Google এডসেন্স একাউন্টটি এপ্রুভ এর জন্য আবেদন করতে পারবেন। এছাড়া পোস্ট এর মধ্যে যে সকল ইমেজ ব্যবহার করবেন সেগুলো কপিরাইট ফ্রি হতে হবে। সবকিছু ঠিক থাকলে গুগল এডসেন্স একাউন্টের জন্য এপ্লাই করার ১৫ দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টটি গুগল কর্তৃপক্ষ এপ্রুভ করে দেবে।

আশা করি, এরপর আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটের জন্য একটি গুগল এডসেন্স একাউন্ট তৈরি করে নিতে পারবেন এবং এটিকে ওয়েবসাইটে যুক্ত করে নিতে পারবেন। পরিশেষে আর একটি কথা বলে শেষ করতে চাই তা হল, আপনার Google AdSense account তৈরি করতে এবং ওয়েবসাইটের সাথে যুক্ত করতে যদি কোন সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। আপনার ওয়েবসাইট এর সমৃদ্ধি ও উন্নতি কামনা করে এখানে শেষ করছি।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন