ভূমিকা
বর্তমানে ডিজিটাল যুগের সাথে তাল মেলাতে গিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেটে বিভিন্ন ধরনের ডিজিটাল ক্রাইমের। ব্লগ পোস্ট কপি(Blog post copy) এ ধরনেরই একটি ডিজিটাল ক্রাইম যেখানে আপনার ব্লগ ওয়েবসাইটের লেখাগুলোকে কপি করে বা চুরি করে অন্য কেউ তার নিজের ব্লগের জন্য বা অন্য কোন উদ্দেশ্যে নিজের বলে চালিয়ে থাকে। অন্যের লেখা আর্টিকেল কপি করে বা চুরি করে ব্যবহার করা সাইবার ক্রাইম এর মধ্যেই ধরা হয়ে থাকে। কিন্তু চোর যদি ধরা না পড়ে সেই ক্ষেত্রে আপনি চুরি কিভাবে প্রতিরোধ করবেন অর্থাৎ আমি এটিই বুঝাতে চাচ্ছি যে, আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের লেখাগুলোকে সুরক্ষিত রাখবেন, যাতে অন্য কেউ আপনার সাইটের লেখাগুলোকে কপি করতে বা নকল করতে না পারে। আজকের আর্টিকেলে কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের আর্টিকেল গুলোকে সুরক্ষিত রাখবেন সেই বিষয় নিয়েই আলোচনা করব। এইখানে মূলত HTML কোড পদ্ধতি ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। আশা করি এটি আপনাদের অনেক উপকারে আসবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনার ব্লগ সাইটের লেখাগুলোকে কপি পেস্ট থেকে রক্ষা করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব।
ব্লগ পোস্ট কপি বন্ধ করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
এটা অবাক হওয়ার মত কিছু নেই, যে ইন্টারনেট জগতে সব ধরনের তথ্য সামগ্রী তে ভরপুর এবং একটিমাত্র ক্লিকে আপনি খুব সহজেই আপনার তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। কিন্তু অবাক করার বিষয় হলো এটি যে, এই তথ্যবহুল ইন্টারনেট জগৎ থেকে অনেক বিষয়বস্তু এবং তথ্য অহরহ চুরি হয়ে যাচ্ছে, যা মোটেও কাম্য নয়। আপনার ওয়েবসাইটের পোস্ট এর জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, হৃদয় দিয়ে আপনি আপনার পোস্টটি বা আর্টিকেলটি তৈরি করেছেন ঢেলে সাজিয়েছেন। একবার ভাবুন তো এই পরিশ্রম এরপর যদি আপনার আর্টিকেল এর লেখাগুলো অন্য কেউ চুরি করে তার নিজের ওয়েবসাইটের জন্য ব্যবহার করে সেই ক্ষেত্রে আপনার কতটুকু ক্ষতি হতে পারে? এক কথায় অনেক ক্ষতি। এবার আমরা কি কি ক্ষতির সম্মুখীন হতে পারি সে সম্পর্কে একটু দৃষ্টি দিয়ে নেই।
১। আপনার আর্টিকেল/পোস্ট এর মূল বিষয়বস্তু রক্ষা করতে
আপনার ব্লগ পোস্টের আর্টিকেল কপি বন্ধ করার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, আপনার ব্লগ পোস্টে থাকা মূল যে বিষয়বস্তুগুলো তাকে রক্ষা করা। কারণ এটি যদি আপনি না করেন, সেই ক্ষেত্রে আপনার পোস্টের জন্য নির্ধারিত কন্টেন্ট এর মূল বিষয়বস্তু অন্য কেউ কপি করে সেটি তার নিজস্ব ওয়েবসাইটে যখন ব্যবহার করবে, তখন স্বাভাবিকভাবেই আপনার পরিশ্রম বৃথা ও আপনার বিশ্বস্ত ভিজিটর সংখ্যা কমে যাবে। সুতরাং মূল বিষয়বস্ত রক্ষা করার জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে।
২। ব্র্যান্ড আইডেন্টিটি কমিয়ে দিতে
আপনার ব্র্যান্ড আইডেন্টিটি বা প্রাতিষ্ঠানিক পরিচিতি শুধুমাত্র একটি লোগো বা একটি আকর্ষণীয় ট্যাগ লাইনের চেয়ে বেশি নয়, এটি একটি অনন্য দৃষ্টিভঙ্গি যা আপনি ধারণ করেন। একবার ভাবুন তো- যখন অন্যরা আপনার ব্লগের বিষয়বস্তু কপি করে নিয়ে যায়, তখন আপনার ব্র্যান্ডের পরিচয় বিকৃত হওয়া কিংবা লক্ষিত ভিজিটর দের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় নাকি? আপনার বিশ্বস্ত ভিজিটরদের কাছে যখন আপনি আস্থা হারিয়ে ফেলবেন, তখন আপনার ব্র্যান্ড আইডেন্টিটি ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই আপনার ব্র্যান্ড আইডেন্টিটিকে রক্ষা করা আপনার একটি অন্যতম কর্তব্য।
৩। ব্লগ পোষ্টের SEO বজায় রাখা
ব্লগ পোস্ট কপি করার আর একটি অন্যতম সমস্যা হচ্ছে, আপনার পোস্টটিকে এসইও করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। অর্থাৎআপনার ব্লগ পোস্টটি চুরি হয়ে গেলে সার্চ ইঞ্জিন থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। অর্থাৎডুপ্লিকেট আর্টিকেলটি আপনার ব্লগ পোস্টটি Search Engine Ranking এ ক্ষতি করতে পারে এবং আপনি আপনার সম্ভাব্য পাঠকদের কাছে বিশ্বস্ততা হারিয়ে ফেলতে পারেন।সুতরাং আপনার ব্লগ পোস্ট কপি করা থেকে অন্যদেরকে প্রতিরোধ করতে পারেন, যাতে আপনার বিষয়বস্তু সার্চ ইঞ্জিনের কাছে অনন্য এবং মূল্যবান হিসেবে বিবেচিত হবে।
৪। অনুগত পাঠক তৈরি করতে
যখন আপনার সাইট ভিজিটররা, আপনার ব্লগ পোস্ট আর্টিকেল টি কপি বা নকল করতে অক্ষম হবে, তখন তারা আপনার সাইটে তাদের নিজেদের মন্তব্য লিখে রেখে যাবে। ফলে আপনার পোস্টটি সামাজিক মাধ্যমগুলিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি দেখা দিবে। এজন্য আপনার সাইটের ফলোয়ার সংখ্যা বৃদ্ধি পাবে এবং তারা নিজেরা একটি গ্রুপ তৈরি করার মত পদক্ষেপ গ্রহণ করতে পারে। সুতরাং অনুগত পাঠক তৈরি করার জন্যও আপনি আপনার ওয়েবসাইটের ব্লগ পোস্ট কপি বন্ধ করে রাখতে পারেন।
৫। গোপনীয়তা রক্ষা করা
আপনি আপনার সাইটের ব্লগ পোস্টগুলিতে ব্যক্তিগত তথ্য বা কোন গোপনীয় তথ্য সংযুক্ত করে সেটি পোস্ট করতে পারেন। কিন্তু এই গোপনীয়তা এবং আপনার ব্যক্তিগত তথ্য যদি আপনি ভাগ করতে না চান, তবে আপনাকে অবশ্যই আপনার ব্লগ পোস্ট কপি বন্ধ করে রাখতে হবে। ব্লগ পোস্ট কপি বন্ধ করে আপনাকে আপনার ব্যক্তিগত এবং গোপনীয় সংক্রান্ত তথ্যের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, যাতে সহজে কেউ চুরি করতে না পারে।
ব্লগ পোস্ট কপি করার নেতিবাচক প্রভাব
আপনি অনেক গবেষণা পরিশ্রম ও সমস্ত অন্তর্দৃষ্টি দিয়ে আপনার ব্লগ পোস্টটি ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করে তৈরি করেছেন। আর সেটি যে কেউ চুরি করে তার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করছে। এটি শুধু যে আপনার পরিশ্রমের মূল্যবান কর্মকেই চুরি করছে না, বরং আপনার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে ট্রাফিক এবং ভিজিটরদেরকে আপনার ওয়েবসাইট থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। অতএব বুঝতে পারছেন, আপনার ওয়েবসাইটের ব্লগ পোস্ট কপি বন্ধ করা কতটুকু গুরুত্ব রয়েছে? আর এটি যারা করছে তাদের উদ্দেশ্যে আপনি হুঁশিয়ারি উচ্চারণ করতে পারেন এই বলে যে, "অন্যের লেখা পোস্টটি কপি করা শুধু নৈতিকভাবে অন্যায় নয়, এর আইনি পরিণতি ভয়াবহ হতে পারে। কপিরাইট লংঘন বা অন্য কারো তথ্য কপি করা একটি গুরুতর অপরাধ এবং মোটা জরিমানা সহ একটি আইনি লড়াই প্রক্রিয়া হতে পারে। সুতরাং আপনি যদি এই সকল ঝামেলা এড়াতে না চান, তাহলে অবশ্যই আপনাকে কপিরাইট আইনি সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং সেটি মেনে চলার চেষ্টা করতে হবে।'
ব্লগ পোস্ট কপি সনাক্ত করণ সরঞ্জাম
সৌভাগ্যক্রমে আমরা এমন এক যুগে বসবাস করছি, যেখানে প্রযুক্তি আমাদেরকে বিশ্বের কপি ক্যাট থেকে বাঁচাতে পারে। ব্লগ পোস্ট কপি সনাক্তকরণ সরঞ্জামগুলির মাধ্যমে আমরা আমাদের ব্লগের কন্টেন্ট গুলোকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে পারি। এই ধরনের সরঞ্জাম ইন্টারনেটে সার্চ দিলেই পাওয়া যেতে পারে। আমাদের পাশে থাকা এই বিশ্বস্ত সরঞ্জামগুলির মাধ্যমে আমরা সেই দুষ্কৃতিকারী চোরদেরকে সনাক্ত করতে পারি এবং ন্যায় বিচার এর জন্য কাঠগড়ায় দাঁড় করাতে হয় পারি।
কিভাবে বন্ধ করবেন ব্লগ পোস্ট কপি
আপনার ওয়েবসাইটের ব্লগ পোস্ট কপি বন্ধ করার জন্য অনেকগুলো উপায় থাকতে পারে। এখানে মূলত আমরা যে পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচটিএমএল কোড ব্যবহার করে আপনার সাইটের ব্লগ পোস্ট কপি বন্ধ করা।
এজন্য প্রথমে আপনার ব্লগ সাইটের ড্যাশবোর্ড ওপেন করতে হবে এবং সেখানে Layout এ ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে ইন্টারফেস আসবে সেখান থেকে '+Add a Gadget' অপশনটি খুঁজে বের করতে হবে। আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের ড্যাশবোর্ড অপশন এর মধ্যে অনেকগুলো +Add a Gadget অপশন পেয়ে যাবেন। আপনাকে Sidebar এর অধীনে যে +Add a Gadget অপশনটি আছে, সেটিকেই সিলেক্ট করতে হবে। +Add a Gadget সিলেক্ট করার পর সেটিকে ক্লিক করুন,
চিত্র- ১
ফলে আপনার সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে(চিত্র ১), সেখানে HTML/JavaScript নামে একটি অপশন পাবেন(চিত্র ২),
চিত্র- ২
চিত্র-৩
যে কোডটি আপনাদের সুবিধার জন্য আমি এই আর্টিকেল এর মধ্যে দিয়ে রেখেছি। এই কোডটি প্রথমে কপি করুন এবং পেস্ট করে Save বাটনে ক্লিক করে সেখান থেকে বেরিয়ে আসুন। সবশেষে ব্লগার ড্যাশবোর্ড এর ডানদিকে নিচে থাকা Save আইকন এ ক্লিক করে আপনার কোডটি পুরোপুরি সেভ করে নিন। আশা করি, এরপর আপনার সাইট থেকে কোন ভাবে কোন লেখাকে কপি বা নকল করা যাবে না। আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো থাকবে নিরাপদ ও সুরক্ষিত। আপনার ব্লগ সাইটের মধ্যে কম্পিউটার মাউসের কারসার দিয়ে কোন ভাবে কোন কিছু সিলেক্ট করে কপি করা যাবে না।