পিজি হাসপাতালের ঠিকানা ও যোগাযোগ নাম্বার এবং স্বাস্থ্য পরিষেবা

 ভূমিকা

 বাংলাদেশের রাজধানী ঢাকা শাহবাগ এ অবস্থিত একটি বিশিষ্ট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল পিজি হাসপাতাল, যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে নামকরণ করা হয়েছে। যার সংক্ষেপ রুপ হল বিএসএমএমইউ(BSMMU)। চিকিৎসায় স্নাতকোত্তর কোর্স প্রদানের জন্য ১৯৬৫ সালে ঢাকায় ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ(IPGMR)প্রতিষ্ঠিত হয়। এই “পোস্ট গ্রাজুয়েট’ পুরো নাম কে না বলে তখন সংক্ষেপে শুধু পিজি(PG) হাসপাতাল  বলা হত এবং ১৯৯৮ সালে এটিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। তবে অনেকে মনে করেন তৎকালীন সময়ে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল, এজন্য পূর্ব পাকিস্তান জেনারেল হাসপাতাল কে পিজি হাসপাতাল বলা হয়, কিন্তু এটি আসলেই সত্য নয়। মূলত পিজি হাসপাতাল একটি তৃতীয় স্তরের চিকিৎসা কেন্দ্র যা বিশেষায়িত চিকিৎসা নীতি এবং শিক্ষা প্রদান করে থাকে। এই বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর  এবং স্নাতক চিকিৎসা বিষয়ে শিক্ষা প্রদান করে থাকে। 


 কি কি চিকিৎসা পরিষেবা পিজি হাসপাতালে পাওয়া যায়?

 ঢাকা পিজি হাসপাতাল বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা প্রদানের একটি বিশ্বস্ত নাম। অত্যাধুনিক অবকাঠামো, বিশেষায়িত বিভাগ, ইমেজ পরিষেবা ও ডায়াগনস্টিক, অস্ত্রোপচারের যাবতীয় ব্যবস্থা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, পুনর্বাসন সুবিধা ইত্যাদি পরিষেবা এবং সুবিধা প্রদানের নিমিত্তে ঢাকা পিজি হাসপাতাল  বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। এই হাসপাতালে যে সকল পরিষেবা গুলো প্রদান করা হয়, চলুন সেই সম্পর্কে জেনে নেই।


 নিউরোলজি বিভাগ

 আপনি যদি আপনার স্নায়ুতন্ত্রে্র  কোন সমস্যার সম্মুখীন হন, তাহলে নিউরোলজি বিভাগটি আপনার স্নায়ু মন্ডলীর যেকোনো রোগের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। পিজি হাসপাতালের নিউরোলজিস্টরা মাইগ্রেন সমস্যা, মৃগী রোগ, স্ট্রোক জনিত সমস্যা ইত্যাদি রোগের নির্ণয় ও চিকিৎসা প্রদানের জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তারা তাদের বিশেষায়িত জ্ঞান এবং দক্ষতার সাথে স্নায়ুতন্ত্রের জটিলতা সমাধানের জন্য আপনাকে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন।


 কার্ডিওলজি বিভাগ

 ঢাকা পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগ বিভিন্ন হৃদরোগের রোগ নির্ণয় ও চিকিৎসায় অত্যন্ত অভিজ্ঞ। রুটিন চেক থেকে শুরু করে হার্ট সার্জারি এর মত চিকিৎসা পরিষেবা দক্ষ কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়া সার্জনরা সব বয়সী রোগীদের ব্যাপক যত্ন সহকারে প্রদান করে থাকেন। তারা নিশ্চিত ভাবে আপনার হৃদপিণ্ডকে নিরাপদ ও রোগ মুক্ত হতে বিশেষভাবে সহযোগিতা প্রদান করবেন।


 অর্থোপেডিক বিভাগ

 আপনি যদি আপনার শরীরের হাড় ও জয়েন্টের কোন সমস্যা  নিয়ে রোগ ভোগ করে থাকেন, তাহলে অর্থোপেডিক বিভাগ আপনাকে আপনার রোগ সমস্যা সমাধানের জন্য সাহায্য করবে। একটি জটিল জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি থেকে শুরু করে শরীরের হাড় ও বিভিন্ন পেইন সংক্রান্ত চিকিৎসা অর্থোপেডিক বিভাগ করে থাকে। এই বিভাগের অর্থোপেডিক বিশেষজ্ঞরা তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে আপনার রোগ মুক্তির জন্য সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ, যাতে আপনি আপনার জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন।


 অনকোলজি বিভাগ 

 এই বিভাগটি মূলত ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকে। ক্যান্সার একটি অত্যন্ত জটিল প্রকৃতির রোগ এবং এটি একটি ভীতিকর শব্দ বটে। ঢাকা পিজি হাসপাতাল এর এই বিভাগটি ক্যান্সার রোগীদের ভীতি দূর করার জন্য রোগীর পরিবারের সাহস যোগানো থেকে শুরু করে কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি দিয়ে প্যালিয়েটিভ কেয়ার পর্যন্ত সকল পরিষেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। অনকোলজিস্ট ও অনকোলজি  নার্সরা রোগীদের এবং তাদের পরিবারের ব্যক্তিগত সুরক্ষা ও ক্যান্সারের যত্ন প্রদানের জন্য সর্বদা সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকেন।


 অত্যাধুনিক চিকিৎসা সুবিধাঃ

 আধুনিক অপারেশন থিয়েটার

 ঢাকা পিজি হাসপাতালে আপনি উন্নত অস্ত্রপোচার প্রযুক্তির মাধ্যমে সজ্জিত একটি আধুনিক অপারেশন থিয়েটার খুঁজে পাবেন। এই অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে যে, এই অত্যাধুনিক সজ্জিত প্রযুক্তি অপারেশন থিয়েটার এর মাধ্যমে রোগীর রোগ জটিলতা এবং নির্ভুলতার সাথে চিকিৎসা সেবা প্রদান করা। এতে যেকোনো ধরনের রোগী তাদের চিকিৎসার জন্য এই পিজি হাসপাতালের দক্ষ চিকিৎসকদের উপর ভরসা করে থাকেন।


 নিবিড় পরিচর্যা ইউনিট (আই সি ইউ)

 ঢাকা পিজি হাসপাতালের আইসিইউ বিভাগটি গুরুতর ও সাংঘাতিক অসুস্থ রোগীদের জন্য বিশেষ যত্ন প্রদান করে থাকে। উন্নত মনিটরিং ব্যবস্থা এবং এর সাথে সুসজ্জিত এবং অত্যন্ত দক্ষ নার্সদের দ্বারা  এই ইউনিটটি রোগীদের সার্বক্ষণিক সেবা যত্ন প্রদান করে এবং তাদের সবচেয়ে ঝুঁকপূর্ণ মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করে থাকেন। 


 জরুরী এবং ট্রমা পরিষেবা

 যেকোনো সময় দুর্ঘটনা ও জরুরি ঘটনা ঘটতে পারে এইজন্য ঢাকা পিজি হাসপাতালে একটি নিবেদিত জরুরি ও  ট্রমা বিভাগ চালু  রয়েছে। জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য নিযুক্ত চিকিৎসক, নার্স এবং প্যারামেডিকদের নিয়ে গঠিত এই দলটি তাদের সামনে আসা যেকোন চিকিৎসা সংকট দূর করার জন্য সর্বদাই সচেষ্টা। এই বিভাগটি যেকোনো ভাঙ্গা হাড় বা জীবন হুমকির সম্মুখীন পরিস্থিতি ঠেকাতে সর্বোচ্চ দায়িত্ব পালন করে থাকে।


 ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন পরিষেবা

 ব্লাড কালেকশন বা রক্ত সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে রোগীদের চাহিদা মেটাতে ঢাকা পিজি হাসপাতালে একটি সুসজ্জিত ব্লাড ব্যাংক রয়েছে। কঠোর স্ক্রীনিং প্রক্রিয়া এবং নিরাপত্তার মধ্য দিয়ে এই বিভাগটি তাদের  নিজেদের দায়িত্ব পালন করে থাকে।


 ডায়াগনস্টিক ও ইমেজিং পরিষেবাঃ

 রেডিওলজি এবং ইমেজিং সেন্টার

 ঢাকা পিজি হাসপাতালে একটি আধুনিক রেডিওলজি এবং ইমেজিং সেন্টার রয়েছে, যা বৃহৎ আঙ্গিকে ডায়াগনস্টিক পরিষেবা প্রদানে বদ্ধপরিকর।  ইউ এস জি বা আল্ট্রা সাউন্ড থেকে শুরু করে সিটি স্ক্যান এবং এমআরআই পর্যন্ত যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ডায়াগনস্টিক সেন্টারটি সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা গ্রহণে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া এই বিভাগে ইমেজিং প্রযুক্তি চালু রয়েছে।


 ল্যাবরেটরি পরিষেবা 

 সঠিক এবং দ্রুত ল্যাবরেটরি পরীক্ষা স্বাস্থ্য সেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সেই বিষয়টি পিজি হাসপাতালেও উপেক্ষা করা হয় নাই। অত্যন্ত সুসজ্জিত ল্যাবরেটরি পরিষেবার সাথে রোগীরা যাতে উপকৃত হতে পারে সেই দিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে।


 এন্ডোসকপি এবং ক্যাস্ট্রোএন্টেরা-ট্রোলজি পরিষেবা

 ঢাকা পিজি হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ শরীরের পাচনতন্ত্রের ব্যাধি নির্ণয় ও চিকিৎসা সেবা অত্যন্ত দক্ষতার সাথে দিয়ে থাকে। উন্নত এন্ডোস্কোপিক পদ্ধতি এবং গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টদের  একটি সুসজ্জিত দল গ্যাস্ট্রাইটিস,  আলসার এবং লিভারের জটিল ও কঠিন রোগের চিকিৎসা অত্যন্ত যত্ন সহকারে দিয়ে থাকেন। 


  কার্ডিওথোরাসিক  সার্জারি

 এই হাসপাতালে উন্নতমানের কার্ডিওথোরাসিক সার্জারি করার জন্য একটি সুসজ্জিত দল হৃদযন্ত্র, ফুসফুস এবং  বক্ষস্থলের অন্যান্য অঙ্গ গুলিকে প্রভাবিত করে এমন সমস্ত রোগ ব্যাধির জন্য সব সময় নিবেদিত প্রাণ। করোনারি আর্টারি বাইপাস, গ্রাফটিং থেকে শুরু করে হার্টের ভাল্ব মেরামত বা প্রতিস্থাপন পর্যন্ত, চিকিৎসা সংক্রান্ত সকল কার্যক্রম কার্ডিওথোরাসিক সার্জিক্যাল টিমের মাধ্যমে সম্পন্ন করা হয়।

 

নিউরো সার্জিক্যাল পদ্ধতিঃ

 ঢাকা পিজি হাসপাতাল নিউরোসার্জিক্যাল পদ্ধতি একটি বিস্তৃত পরিসরে গঠিত, যেখানে স্নায়ুবিক ব্যাধি ও স্নায়ু সংক্রান্ত সমস্যা রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিভাগে মস্তিষ্কের টিউমার, মেরুদন্ডের রোগ বা জটিল নিউরোভাস্কুলার সিস্টেম সমস্যার সমাধান নিউরো সার্জিক্যাল টিমের মাধ্যমে সম্পূর্ণ করা হয়।


 অঙ্গ প্রতিস্থাপন পরিষেবা

 ঢাকা  পিজি হাসপাতাল অঙ্গ প্রতিস্থাপন পরিসেবা প্রদানে পিছিয়ে নেই। জীবন রক্ষাকারী প্রতিষ্ঠান গুলির মধ্যে এ কারণেই এই হাসপাতালটি দেশের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয় হয়েছে। ডেডিক্যাডেট ট্রান্সপ্লান্ট সার্জন এবং একটি শক্তিশালী ট্রান্সপ্লান্ট কার্যক্রম এই হাসপাতালটিকে অনন্য করে তুলেছে, যেখানে রোগীদের কিডনি, লিভার এবং অস্থিমজ্জা প্রতিস্থাপনের মতো জটিল কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে।


মা ও শিশু স্বাস্থ্য সেবা

 ঢাকা পিজি হাসপাতাল অত্যন্ত যত্ন সহকারে ও সহানুভূতিশীল স্বাস্থ্যসেবা মা ও শিশু দের জন্য প্রদান করে থাকে। গর্ভাবস্থা থেকে প্রসব পর্যন্ত এবং তারপরে প্রসব পরবর্তী সকল ধরনের সমস্যার চিকিৎসা সমাধান  এই হাসপাতালে মধ্যে পাওয়া যায়।


 প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ

হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ গর্ভবতী মায়েদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান  করে থাকে।.রুটিন প্রসব চেকআপ থেকে শুরু করে উন্নত গাইনোকলজিকেল সার্জারি পর্যন্ত একটি নিরাপদ ও স্বাস্থ্যকর চিকিৎসা সেবা প্রদান করা এই বিভাগের অন্যতম কাজ।


নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট

 নবজাতকদের জন্য বিশেষায়িত চিকিৎসা প্রদানের নিমিত্তে ঢাকা পিজি হাসপাতাল নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট(NICU) এর মাধ্যমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকে। উন্নত প্রযুক্তি দ্বারা সজ্জিত এবং দক্ষ নিওনেটালজিস্ট এবং নার্সদের দ্বারা পরিচালিত এনআইসিইউ বিভাগ অকাল শিশু এবং গুরুতর অবস্থার শিশুদের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবা দানের নিশ্চয়তা প্রদান করে থাকে।


পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট(PICU)

 গুরুতর অসুস্থতা বা আঘাতপ্রাপ্ত শিশুদের নিবিড় পরিচর্যা করার লক্ষ্যে এই ইউনিটটি কাজ করে থাকে। শিশু বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি চিকিৎসক দল, উন্নত যন্ত্রপাতির মাধ্যমে অল্পবয়সী শিশু রোগীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যপরিষেবা প্রদান করা এই ইউনিটের প্রধান কাজ।


 পুনর্মাসন সংক্রান্ত ও ফিজিওথেরাপি পরিষেবাঃ

 ঢাকা পিজি হাসপাতাল বিভিন্ন ধরনের পুনর্বাসন কার্যক্রম এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকে, যার মধ্যে-

 ফিজিক্যাল থেরাপি এবং রিহ্যাবিলিটেশন সেন্টার

 এই হাসপাতাল শারীরিক থেরাপি এবং পুনর্বাসন কেন্দ্র এর মাধ্যমে রোগীদের প্রয়োজন অনুসারে বিশেষ  সুযোগ-সুবিধা প্রদান করে, যেমন অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন, দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময়ে পদক্ষেপ  গ্রহণ, পেশীর আঘাত থেকে পুনরুদ্ধার সংক্রান্ত ইত্যাদি কার্যক্রম, একদল দক্ষ থেরাপিস্টদের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।


 পেশাগত থেরাপি পরিষেবা

 ঢাকা পিজি হাসপাতাল পেশাগত থেরাপি পরিষেবা প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় জীবন যাপন সংক্রান্ত সীমাবদ্ধতার সাথে খাপ খাইয়ে নেওয়া যায়, এই ধরনের প্রশিক্ষণ প্রদান করে রোগীদের জীবন মান উন্নত করতে সর্বদাই সচেষ্ট থাকে।


স্পিচ থেরাপি পরিষেবা

বাক প্রতিবন্ধকতা এবং কথা বলতে সমস্যা সংক্রান্ত রোগীদের  জন্য পিজি হাসপাতালে রয়েছে স্পিচ  থেরাপি সেন্টার। এই সেন্টার এর মাধ্যমে  শিশুদের কথা বলতে বিলম্ব হওয়া, যেকোনো বয়সী রোগী তোতলানো এবং খাবার  খেতে বা গিলতে অসুবিধার মতো শারীরিক সমস্যার সমাধান করার জন্য এই বিভাগ কাজ করে। 


 গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ

 ঢাকা পিজি হাসপাতাল চিকিৎসা বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণের একটি অন্যতম প্রাণ কেন্দ্র হিসেবে বিবেচিত। স্বাস্থ্য খাতে পেশাদার চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং গবেষণা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এই হাসপাতালের মাধ্যমে হয়ে থাকে। এই কার্যক্রম গুলোর মধ্যে চিকিৎসা গবেষণা ও প্রকাশনা,  স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম ইত্যাদি। ঢাকা পিজি হাসপাতাল উল্লেখযোগ্য গবেষণা ফলাফল প্রকাশের মাধ্যমে চিকিৎসা গবেষণা সংক্রান্ত কার্যক্রমকে উৎসাহিত করে। এছাড়া একটি নেতৃস্থানীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পিজি হাসপাতাল  স্বাস্থ্যসেবা খাতে পেশাদার স্নাতকোত্তর চিকিৎসকদের শিক্ষা এবং প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় কর্মসূচি গ্রহণ করে থাকে।


 নির্ধারিত ঔষধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ

 এই হাসপাতালের মাধ্যমে রোগীদের জন্য নির্ধারিত ঔষধ বিনামূল্যে বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে , যাতে করে রোগীরা  খুব সহজেই রোগ থেকে রেহাই পেতে পারে।


পিজি হাসপাতালের ঠিকানা ও যোগাযোগ নাম্বার


পিজি হাসপাতালের ঠিকানা ও যোগাযোগ নাম্বার

 ঢাকা পিজি হাসপাতালে আসতে চাইলে আপনাকে ঢাকার যে কোন স্থান থেকে শাহবাগ জাতীয় জাদুঘর কে  টার্গেট করে আসতে হবে। এই হাসপাতালটি ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ চত্বর এর সন্নিকটেই অবস্থিত। শাহবাগ চত্বর এর জাতীয় জাদুঘর এর উত্তর পার্শ্বে এই হাসপাতালের অবস্থান। শাহবাগ চত্বর/মোড় থেকে আপনি খুব সহজেই এই হাসপাতালটি পেয়ে যাবেন।

 

ঠিকানাঃ

পিজি /বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল

কাজী নজরুল ইসলাম এভিনিউ,  শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।

 শাহবাগ, ঢাকা। 


 পিজি হাসপাতালের হট লাইন নাম্বার

 পিজি হাসপাতাল এর স্বাস্থ্যসেবা গ্রহণ ও যেকোনো স্বাস্থ্য সেবা তথ্যের প্রয়োজনে আপনি নিম্নলিখিত হট লাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন-

+৮৮-০২-৯৬৬১০৫১ থেকে ৫৬

+৮৮-০২-৯৬৬১০৫৮ থেকে ৬০

+৮৮-০২-৮৬১৪৫৪৫ থেকে ৪৯

+৮৮-০২-৮৬১২৫৫০ থেকে ৫৪


 অনলাইন টিকিট ও পরিষেবার জন্য ফোন নাম্বার

 বর্তমানে জরুরিভাবে পিজি হাসপাতালে ভর্তি হওয়া কিংবা পিজি হাসপাতালের  কোন স্বাস্থ্যপরিসেবার জন্য আপনি অনলাইনের মাধ্যমে টিকিট ও ভর্তি বুকিং দিতে পারেন। আর এর জন্য আপনি নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করে আপনার ভর্তি কিংবা টিকিট সংগ্রহ নিশ্চিত করতে পারেন।

+৮৮০১৫৫২১৪৬২০২

এছাড়া আপনি ঢাকা পিজি হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে হাসপাতাল সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।

 উপসংহার

ঢাকা পিজি হাসপাতাল বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। রোগীদের জন্য সর্বোত্তম স্বাস্থ্যপরিসেবা নিশ্চিত করার জন্য হাসপাতালটির দক্ষ ও সার্জন এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদান করে থাকে। বিশেষ ধরনের স্বাস্থ্য পরিষেবা এবং অত্যাধুনিক সুবিধার সুযোগ সুবিধার সমাহারে এই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্বের দাবিদার হিসেবে বিবেচিত। রোগীদের সেবা যত্নের এবং সু চিকিৎসার প্রতিশ্রুতি এই হাসপাতাল বাংলাদেশের একটি বিখ্যাত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই কথা বলার অপেক্ষা রাখে না। এই প্রতিষ্ঠানটি অত্যন্ত নিষ্ঠা ও সহানুভূতির সাথে রোগীদের স্বাস্থ্যপরিসেবা প্রদান করে যাচ্ছে।


 এছাড়া এই  হাসপাতাল সম্পর্কে আরো জানতে ঢাকা পিজি হাসপাতালের কতৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে  অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তারা যে পরিষেবা গুলো প্রদান করে সে সম্পর্কে আপ টু ডেট জেনে নিতে পারেন। কারণ এই আর্টিকেলটি তাদের ওয়েবসাইটের শেষ আপডেটের ভিত্তিতে এবং বিভিন্ন তথ্যসূত্রের  উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। 



সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

 ঢাকা পিজি হাসপাতাল কি সব ধরনের রোগীদের জন্য উপযুক্ত?

 ঢাকা পিজি হাসপাতাল সেবা গ্রহণের জন্য সকল রোগীদের জন্য উন্মুক্ত।


 আন্তর্জাতিক রোগীদের জন্য কি কোন বিশেষ সেবা পাওয়া যায়?

 হ্যাঁ, ঢাকা পিজি হাসপাতালে আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থা রয়েছে। এখানে আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, ভিসা ও প্রবাসী পরিষেবা এবং ব্যক্তিগত যত্ন ইত্যাদি পরিষেবা এর ব্যবস্থা আছে।


 কিভাবে ঢাকা পিজি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি?

 এপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি তাদের এপয়েন্টমেন্ট হটলাইনে কল করতে পারেন অথবা অনলাইনে অ্যাকাউন্ট পেমেন্ট করতে তাদের ওয়েবসাইটে যেতে পারে পারেন।


 জরুরী স্বাস্থ্য সেবা কিভাবে পাওয়া যায়?

 ঢাকা পিজি হাসপাতাল এর জরুরি বিভাগ অত্যন্ত সুসজ্জিত। এই বিভাগটি আপনার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ২৪/৭ পরিচালনা করে থাকে। জরুরী প্রয়োজনে  অত্যন্ত দ্রুততার সাথে পিজি হাসপাতাল জরুরী চিকিৎসা পরিষেবা পরিচালনা করে।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন