ভুমিকা
অনলাইনে অর্থ আয় করা নতুন কোন বিষয় নয়। অনেক দিন ধরে অনলাইনে অর্থ আয় করে আসছে পৃথিবীর অনেক মানুষ। আমরা পড়ালেখা শেষ করে হন্যে হয়ে চাকুরীর পিছনে ছুটে বেড়াই। এতে আমাদের জীবনের অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেলেও একটি চাকরি যেন আমাদের পড়ালেখা করার অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে অর্থ আয় করে নিজের জীবিকা নির্বাহ করা। কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন,বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পৃথিবীর অনেক দেশের মানুষ আজকে অনলাইন থেকে অর্থ উপার্জন করে আসছে এবং অনলাইন অর্থ আয়কে পেশা হিসেবে গ্রহণ করেছে। পড়ালেখা শেষ করে হোক অথবা অল্প পড়ালেখা দিয়েই হোক, আপনি চেষ্টা করলে অনলাইন থেকে খুব সহজে অর্থ আয় করতে পারবেন। এজন্য আপনাকে অনেক লেখাপড়া জানতে হবে, এরকম কিন্তু নয়। অনলাইনে আয় করার অনেক উপায় গুলোর মধ্যে আজকে আমরা সহজ ৫টি উপায় নিয়ে আলোচনা করব।.এই উপায় গুলোর যেকোনো একটি অবলম্বন করে আপনি খুব সহজেই অনলাইন থেকে হাজার হাজার ডলার আয় করতে পারবেন। আজকের এই প্রবন্ধে কোন কোন সাইটের মাধ্যমে আপনি অনলাইন থেকে খুব সহজে অর্থ আয় করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
অনলাইনে আয় করার ৫টি সহজ উপায়
ব্লগ ওয়েবসাইট তৈরি করুন
অনলাইনে অর্থ উপার্জনের একটি অন্যতম উপায় হলো ব্লগ ওয়েবসাইট। আপনি আপনার আগ্রহের বিষয়ে একটি ওয়েবসাইট ব্লগার সাইটের মাধ্যমে তৈরি করে নিতে পারেন। এই ওয়েবসাইট বা ব্লগ তৈরি হয়ে গেলে আপনি অনুমোদিত লিংক, গুগল এডসেন্স বিজ্ঞাপন বা পণ্য পরিষেবা বিক্রি করে অনলাইন থেকে সহজে অর্থ উপার্জন করতে পারেন। এটি শুরু করতে আপনার খুব বেশি অর্থের প্রয়োজন হবে না। ব্লগার সাইটের মাধ্যমে ফ্রি একটি ওয়েবসাইট আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ভাবছেন কিভাবে তৈরি করবেন ব্লগ ওয়েবসাইট? এটি তৈরি করা শেখানোর জন্য অনলাইনে অনেক ফ্রী কোর্স পেয়ে যাবেন। এগুলোর মধ্য থেকে যেকোনো একটি কোর্স অনুসরণের মাধ্যমে ব্লগার ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তবে সাইটটি তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে নিয়মিত ভাবে সময় দিতে হবে ওয়েবসাইটের উপর। একবার গুগল এডসেন্স অ্যাপ্রভাল হয়ে গেলে, আপনি এখান থেকে লাইফ টাইমের জন্য হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। তবে নিশ্চিত ইনকাম করার জন্য আপনাকে কিছু ইনভেস্ট করা লাগতে পারে। যেমন ওয়েবসাইটের জন্য কাস্টম ডোমেইন হোস্টিং ক্রয়, টেমপ্লেট ক্রয় ইত্যাদি ক্ষেত্রে কিছু অর্থ বিনিয়োগ করা লাগতে পারে। ভাবছেন কত টাকা ইনভেস্ট করলে টেমপ্লেট, কাস্টম ডোমেইন ইত্যাদি ক্রয় করা যায়? হ্যাঁ এই বিষয়ে আপনার কোন জিজ্ঞাসা থাকলে, অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা আপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে সহযোগিতা করব।
ফটোগ্রাফি
আপনার যদি ফটোগ্রাফিতে ইন্টারেস্ট থাকে অর্থাৎ ছবি তোলার প্রতি যদি আপনি আগ্রহী হয়ে থাকেন, তবে ফটোগ্রাফিকে অনলাইন আয়ের একটি অন্যতম সেরা মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন। তবে ইনকাম করবেন কোথায়, এই বিষয়টি জানা না থাকলে আপনাকে এই আর্টিকেলটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পড়ে ফেলতে অনুরোধ করছি । কিভাবে শুরু করবেন ফটোগ্রাফি? শুরুতেই আপনাকে অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হবে এরকম কিন্তু নয়। আপনার হাতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা দামের স্মার্টফোন অথবা ১৫ থেকে ২০ হাজার টাকা দামের একটি ক্যামেরা থেকে থাকে, তাহলে আপনি এই কাজটি অনায়াসেই শুরু করতে পারবেন। আপনার চারদিক আশেপাশের ছবি স্মার্ট ফোন অথবা ক্যামেরার মাধ্যমে তুলতে থাকুন। ভাবছেন কিসের ছবি তুলবেন? আপনি ছবি তুলবেন পাশে থাকা প্রকৃতির অর্থাৎ পশুপাখি, খাল, বিল, নদী-নালা, ঘরবাড়ি ইত্যাদির। এভাবে প্রাথমিকভাবে উচ্চ রেজুলেশন যুক্ত ১০০০ ছবি তুলে ফেলুন। এই ছবিগুলো থেকে আপনাকে ২০০ ছবি বাছাই করতে হবে, যেসব ছবিগুলো আপনার কাছে চিত্তাকর্ষক বলে মনে হয়। এবার এই বাছাইকৃত ছবিগুলো অনলাইনে আপলোড করার জন্য প্রস্তুত হউন। তবে অনলাইনে ছবি আপলোড করার জন্য আপনাকে নির্ধারিত কিছু স্টক ইমেজ ওয়েবসাইট যেমন shutterstock.com, adobe.com, pixabay.com, pexels.com সাইট গুলোতে অ্যাকাউন্ট করে নিতে হবে। এই সকল সাইটগুলোতে প্রথমে অ্যাকাউন্ট না খুলে প্রথমে কোন কোন ছবি গুলো অনলাইনে বেশি সেল হয় এবং কোন কোন টিপস গুলোকে কাজে লাগালে ভালো মানের ছবি সেল করা যায় সেই বিষয়ে আপনাকে অনলাইন ফ্রি অথবা পেইড কোর্সের মাধ্যমে জেনে নিতে হবে এবং এরপর স্টক ইমেজ সাইটগুলোতে ছবি আপলোডের জন্য প্রস্তুত হতে হবে।
ভিডিও এডিটিং
অনলাইন আই এর আরেকটি সহজ মাধ্যম হলো ভিডিও এডিটিং. আপনার মধ্যে যদি সৃজনশীলতা থাকে, তাহলে এই কাজটি আপনি অর্থ আয়ের উপায় হিসেবে বেছে নিতে পারেন। ভিডিও এডিটিং একটি ভিডিও ফুটেজ ম্যানিপুলেট এবং এটিকে চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করার সাথে জড়িত। বর্তমানে দক্ষ ভিডিও এডিটরের চাহিদা অত্যন্ত বেশি, কারণ ডিজিটাল যুগে ব্যবসা, ব্যবসায় সংক্রান্ত কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং অদূর ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। সুতরাং দক্ষ ভিডিও এডিটর এর চাহিদা আগামীতে বাড়বে বই কমবে না। আপনি কিভাবে ভিডিও এডিটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন, সেই সম্পর্কে কিছু নির্দেশনা এখানে আলোচনা করার চেষ্টা করছি-
ইউটিউবিং
বর্তমান অনলাইন জগতে ইউটিউবিংএকটি উন্নত অনলাইন অর্থ আয়ের উৎস। অনলাইন বিভিন্ন ব্লগ পোস্ট অথবা ইউটিউব ভিডিও এর মাধ্যমে আপনি ইউটিউবিং বা একটি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, সে সম্পর্কে ফ্রিতে জেনে নিতে পারবেন। প্রথমের দিকে আপনার নিজের যে গুণ বা দক্ষতা রয়েছে সেই বিষয়ে আপনি ইউটিউবিং শুরু করতে পারেন। যেমন আপনি হয়তো ভালো গান গাইতে পারেন কিংবা কোন খেলাধুলার প্রতি আপনার বিশেষ দক্ষতা রয়েছে। এখন আপনি এই বিষয়গুলোর উপরে ভিডিও নির্মাণ করে, সেটিকে এডিটিং এর মাধ্যমে আপনার নিজের তৈরি করা চ্যানেল এ আপলোড করতে পারেন। আপনার চ্যানেলটি একবার গ্রো হয়ে গেলে এখান থেকে আপনি অনলাইন অর্থ ইনকামের পথ সহজেই খুঁজে পেয়ে যাবেন।
গ্রাফিক্স ডিজাইন
অনলাইন থেকে অর্থ আয়ের আর একটি সহজ উপায় হলো গ্রাফিক্স ডিজাইন। এই ক্ষেত্রে প্রথমে আপনাকে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে দক্ষ হয়ে উঠতে হবে। অনলাইন সার্টিফাইড কিছু প্রতিষ্ঠান থেকে আপনি কোর্স করে নিতে পারেন অথবা ইউটিউবে ভিডিও দেখে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা ও দক্ষতা অর্জন করতে পারেন। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত বেসিক ধারণা থাকলে আপনি এই কাজ অনায়াসেই শুরু করতে পারবেন। আর এই কাজটি করার জন্য বহুল ব্যবহৃত এডোবি ফটোশপ ও এডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যার গুলো সম্বন্ধে আপনার বেসিক ধারণা থাকতে হবে। এই কাজটি আপনি ভালো মানের স্মার্টফোন দিয়েও করতে পারেন, তবে স্মার্ট ফোন থেকে কম্পিউটার বা ল্যাপটপ হলে আপনার কাজের গুণগত মান ভালো হবে এবং আপনি খুব সহজেই কাজগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এরপর যেকোন টপিক নিয়ে আপনাকে কাজ করতে হবে। কাজের দক্ষতা প্রদর্শনের জন্য আপনাকে আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট এ কাজের স্যাম্পল গুলো আপলোড করতে হবে। বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে প্রোফাইল তৈরির মাধ্যমে সেখানে আপনার পোর্টফলিও প্রদর্শনপূর্বক খুব সহজেই আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো অনলাইন থেকে পেয়ে যাবেন, যা হতে পারে অনলাইন থেকে অর্থ আয়ের একটি অনন্য উপায়।
উপসংহার
২০২৪ সালে অনলাইনে আয় করার জন্য যে পাঁচটি উপায় নিয়ে আমরা এতক্ষন আলোচনা করলাম সেটি হয়তো আপনার কাছে ভালো লেগেছে। এখন আপনি এই পাঁচটি উপায়ের মধ্য থেকে যেকোনো একটি উপায়ে অনলাইনে অর্থ আয়ের পথ তৈরি করে নিতে পারবেন। তবে আপনি যে উপায় বা টপিক নিয়ে কাজ করেন না কেন, আপনাকে অবশ্যই সেই বিষয় এর উপর দক্ষ হয়ে উঠতে হবে এবং সময় দিতে হবে, তবেই সাফল্যের সোনার হরিণ আপনার কাছে ধরা দিতে বাধ্য।